গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান পার্কে আসা ভ্রমনকারীরা। খুশি ছোট ছোট শিশুরাও। আর বাঁদরের এই দৃশ্য ফ্রেমবন্দি করতে দেখা গেল অনেককেই।

পার্কে আসা রাজীব চৌধুরী বলেন, “জলপাইগুড়ি শহরে অনেকদিন ধরে প্রচুর বাঁদরের দল ঘুরে বেড়াতে দেখছি। কিন্তু তিস্তা উদ্যানে দেখছি বাঁদর ঘুরে বেড়াচ্ছে অনায়াসে। আর কিছু বাঁদরকে দেখছি গরমের হাত থেকে বাঁচতে জলে স্নান করছে। এই দৃশ্য দেখে খুবই ভালো লাগছে।”