নেশার টাকা দিতে না চাওয়ায় স্ত্রীকে খুন

মদ খাওয়ার জন্য টাকা না দেওয়ায় কাচের টুকরো দিয়ে স্ত্রীর গলায় কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাতে এন্টালি থানার কপালিবাগান লেনে।পুলিশ সূত্রে খবর আহত মহিলার নাম দুলালি ভুঁইয়া। তাঁর বয়স ৩৫। তিনি বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তার স্বামী সঞ্জু কোনও কাজ করেন না। তবে তিনি নিয়মিত মদ্যপান করতেন।

পুলিশ জানান যে-  শনিবার সন্ধ্যায় ফের মদ্যপান করার জন্য স্ত্রীর কাছে টাকা চান তিনি। কিন্তু  স্ত্রী টাকা দিতে না চাইলে তাঁকে ধরে মারধর শুরু করেন সঞ্জু। তাঁর স্ত্রী বাঁধা দিতে গেলে ভাঙ্গা ফোটো ফ্রেমের কাচের টুকরো দিয়ে তিনি এলোপাথাড়ি তাঁর স্ত্রীর গলায় কোপ বসাতে থাকেন।

তারপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা সেই ঘটনাস্থলে এসে পৌঁছান। সেখানে পৌঁছে তাঁরা পুলিশকে খবর দেন। এবং পাশাপাশি দুলালিকে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁরা। পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্ত স্বামী সঞ্জু ভুঁইয়াকে গ্রেফতার করেন।