কেন রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হলো? প্রশ্ন শুনে মুম্বই কোচ অস্বস্তিতে

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার বদলে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছে। হার্দিক গত দু’বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন। অধিনায়ক হিসাবে আইপিএল জিতেছিলেন। পাঁচ বারের আইপিএলজয়ী রোহিতকে অধিনায়কের দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া হয়। কেন? প্রশ্ন করতেই চুপ কোচ মার্ক বাউচার। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার এবং বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ড্য সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন করেন, “রোহিত কেন অধিনায়ক নন এবং হার্দিক কেন নেতৃত্ব দেবেন? কারণ কী এই সিদ্ধান্তের নেপথ্যে?” প্রশ্ন শুনতে শুনতে বাউচার মাইক্রোফোন হাতে তুলে নিয়েছিলেন কিন্তু শেষে আর উত্তর দেননি। তিনি চুপ করে থাকেন। বাউচারের পাশে বসে থাকা নতুন অধিনায়ক হার্দিকও কিছু বলেননি।

গুজরাতকে ২০২২ আইপিএল জেতানো এবং পরের বার ফাইনালে তোলা হার্দিককে দলে নেয় মুম্বই। ২০১৫ সাল থেকে হার্দিক মুম্বই দলেই ছিলেন। ব্যথা পাওয়ায় ২০১৮ সালের পর থেকে বেশ কিছুটা সময় বল করতে পারেননি। সেই সময় হার্দিককে মুম্বই ছেড়ে দিয়েছিল। গুজরাত তাঁকে দলে নেয় এবং অধিনায়ক করে। প্রথম বারেই গুজরাত ট্রফি জিতে নেয়। সেই দল থেকে হার্দিককে আবার ফিরিয়ে নেয় মুম্বই। হার্দিককে ফেরানোর পরেই রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। সেই সময় ৩০ বছরের হার্দিককে অধিনায়ক করা হয় এবং ৩৬ বছরের রোহিতকে সরানো হয় ভবিষ্যতের কথা ভেবে। রোহিতের থেকে হার্দিককে আরও বেশি বছরের জন্য পাওয়া যাবে। তাই হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।