ফল প্রকাশ হতে না হতেই শেয়ার বাজারে ধস

Estimated read time 1 min read

কাল অর্থাৎ সোমবার রীতিমতো শেয়ারবাজারে ঝড় উঠেছিল। আজ ভোটের রেজাল্ট। মাত্র একদিনের ব্যবধানেই বদলে গেল খেলা। ধসের মুখে শেয়ার বাজার। কিন্তু নেপথ্যে কারণ কি? যারা বিনিয়োগ করেন তারা লসের মুখ দেখতে পারেন। জেনে নিন কোন কোন শেয়ার করি নেমে গিয়েছে একলাফে। রইল আপডেট।

তথ্য বলছে, BSE সেনসেক্স আজ সকালবেলাতেই ৭৬,২৮৫.৭৮ স্তরে খুলে ছিল। তবে এরপরেই ব্যাপক পতন লক্ষ করা যায়। সেনসেক্সের পাশাপাশি নিফটিতেও পতন আজ। নিফটি আজ ১,৫০০ পয়েন্টের বেশি কমেছে। নির্বাচনের ফলাফলের দিনই শেয়ার বাজারের এই দরপতন লক্ষ করা যাচ্ছে। সেনসেক্স ও নিফটির আজ পতনের দিকেই রয়েছে।

এর পাশাপাশি আজ আদানি গ্রুপের শেয়ারে আজ ব্যাপক পতন। আজ টাটা মোটরস কমেছে ৫ শতাংশ, ভারতীয় এয়ারটেলের শেয়ার কমেছে ৭ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক কমেছে ৬ শতাংশ, আইটিসির কমেছে ৩ শতাংশ শেয়ার এবং মারুতির কমেছে ২ শতাংশ।

এদিকে, শেয়ার বাজারের রেকর্ড পতনের মধ্যে কোম্পানিগুলি কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। আজ ট্রেড করার সময়ে BSE-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ ২১.৫ লক্ষ কোটি টাকা কমে ৪০৪.৪২ লক্ষ কোটি টাকা হয়েছে।

আজ আদানি গ্রিনের শেয়ার ১৮ শতাংশ কমে ১,৬৫২ টাকার স্তরে পৌঁছেছে। পাশাপাশি, আদানি পাওয়ারের শেয়ারে ১৮ শতাংশ, আদানি পোর্টে ২৪.৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজে ২০ শতাংশ, আদানি উইলমারে ১০ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ১৮ শতাংশ, অম্বুজা সিমেন্টে ২০ শতাংশ এবং এনডিটিভির শেয়ার ১৮ শতাংশের বেশি পতন ঘটেছে।

You May Also Like

More From Author