চিনের জন্য ৬ লক্ষ গাধা খুন!

চিনের জন্য আফ্রিকার গাধার সংখ্যা কমছে! এই কথা বেশ কয়েকবছর ধরেই সামনে আসছে। গত একদশকে চিন প্রায় ছয় লক্ষ গাধা হত্যা করেছে পরোক্ষভাবে সূত্রের খবর এমনটাই। চিনে গাধার মাংস ও হাড়ের চাহিদা ব্যাপক। সেখানেই হয় চোরাচালান। সেই কারণেই আফ্রিকায় নির্বিচারে মারা হচ্ছে গাধা।

একাংশের দাবী চিনের কারণেই আফ্রিকায় গাধার সংখ্যা ব্যাপকহারে কমেছে। গত এক দশকে প্রায় না ৬ লক্ষ গাধা হত্যা হয়েছে আফ্রিকায়। আফ্রিকার মানুষদের এরফলে সমস্যায় পড়তে হচ্ছে কারণ আফ্রিকার বহু দেশে এখনও গাধার ওপরেই মানুষ ভরসা করেন। কারণ গরুর দাম খুব বেশী। গাধার দুধের ওপর তাদের ভরসা রাখতে হয়। এমনকি মালপত্র পরিবহণের জন্যও গাধাই তাদের ভরসা। চাষের কাজেও ব্যবহৃত হয় গাধা। তাই ব্যাপকহারে গাধার সংখ্যা কমায় আফ্রিকার অর্থনীতি তলানিতে। অন্যদিকে চিনে গাধার হাড়-মাংস রফতানিতে প্রচুর লাভ।

কিন্তু চিনে গাধার চাহিদা কেন এত বেশী?
তথ্য অনুযায়ী চিনারা বিশ্বাস করেন গাধার মাংস ও হাড় গুঁড়িয়ে ইজিরাও ব্যবহার করলে দীর্ঘজীবন লাভ করতে পারবেন তারা। তবে চিনে গাধা হত্যা করা শাস্তিমূলক অপরাধ। তাই, তাই আফ্রিকার বিভিন্ন গরিব দেশ থেকে চিনারা চোরাকারবারিদের গাধার হাড়-মাংস আনায়। তবে আফ্রিকার মানুষরা চিনের থেকে একসময় প্রচুর পরিমাণে ধার নিয়েছিল তাই হাজার চেষ্টা করেও রপ্তানি বন্ধ করতে পারছেন না।