কেন কথার মাঝে তোতলান তৃণা সাহা? নিজের মুখে জানালেন অভিনেত্রী

ছোটপর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। ‘খোকাবাবু’ ধারাবাহিকের মাধ্যমে তিনি সিরিয়াল জগতে প্রবেশ করেন। যদিও তার আগে বেশ কিছু সিনেমাতে পার্শ্ব চরিত্রে তাকে দেখা গিয়েছিল। তবে সিরিয়ালই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। ‘খড়কুটো’, ‘কলের বউ’, ‘লাভ বিয়ে আজকাল’ বিভিন্ন ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। রুপে, গুনে তিনি সম্পুন্না। তবে তার একটি খামতি রয়েছে ছোট থেকে, যা ছোটথেকে বারবার তার জীবনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

কী সেই খামতি? যারা অভিনেত্রী তৃণা সাহাকে চেনেন তারা জানেন তিনি কথার মাঝে বেশ কিছুটা তোতলায়। অভিনেত্রীর কথায়, “ছোট থেকেই আমি একটু তোতলাই। এর কোনও নির্দিষ্ট কারণ নেই যদিও। কিন্তু এই তোতলামিটা আমার এখনো যায়নি বড় বয়সেও। এর জন্য ছোটবেলায় আমাকে প্রচুর হেনস্থার শিকার হতে হয়েছে। অনেক লোকে আমার ওপরে হেসেছে। প্রথম প্রথম আমার খুব খারাপ লাগত। কিন্তু পরবর্তীকালে আমি নিজেকে বুঝিয়েছি, এটাও আমার জীবনের একটা অংশ।”