বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক জিজ্ঞাসাবাদ মামলার শুনানি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন অভিষেকের আইনজীবী অভিষেক বলেন, গত এক বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। কখনও অভিষেকের নাম উঠে আসেনি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তিনি হাজিরা দিয়েছেন, সহযোগিতা করেছেন। তাই মামলা থেকে তার মক্কেলকে নিষ্কৃতি দেওয়া হোক।
ইডির আইনজীবী বলেন, “তিনি(অভিষেক) কী এতই প্রভাবশালী যে জিজ্ঞাসাবাদের জন্যেও তলব করা যাবে না? তা হলে তো গোটা তদন্তই অসম্পূর্ণ থেকে যাবে! যদি তিনি নির্দোষ হন তা হলে গ্রেফতারির ভয় কেন? কেন সমন এড়িয়ে যাছেন?” প্রসঙ্গত, বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অভিষেক। অগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা নেতার।