কেন রাগে ফুঁসছেন ঐশ্বর্যার ভক্তরা?

ঐশ্বর্যা রাই বচ্চন সেই কবে থেকে কান চল্লচিত্র উৎসবে অংশ নিচ্ছেন– এবার তাঁকেই অপমান। তাই রেগে আগুন রাইসুন্দরীর ভক্তরা। ঠিক কী ঘটেছে? বৃহস্পতিবার ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ ছবির প্রদর্শনে লাল গালিচায় হাঁটেন ঐশ্বর্যা। পরেছিলেন ফাল্গুনী শেন পিককের তৈরি একটি পোশাক।

আবার ওই একই মঞ্চে তাঁর সঙ্গে হেঁটেছিলেন গ্রেটা গেরউইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো হলিউড তারকা। তবে কান কমিটি সেই ‘ওয়াক’-এর যে ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কিন্তু সেখানে সবার নাম উল্লেখ থাকলেও নেই ঐশ্বর্যার উল্লেখ। অভিনেত্রীর সমাজমাধ্যমের হ্যান্ডলকেও ট্যাগ করা হয়নি।

তাঁর অনুরাগীরা এই সব কাণ্ড দেখেই রাগে ফেটে পড়েছেন। তাঁদের একটাই প্রশ্ন, “ভারতীয় বলেই কি উপেক্ষা! ছিঃ”। আর একজন লিখেছেন যে, “ডেকে নিয়ে এভাবে অপমান করার কোনও মানে হয় না। শরীর ভাল নেই ঐশ্বর্যার। ভাঙা হাত নিয়েই কানে গিয়েছেন তিনি। সঙ্গে যোগ দিয়েছে তাঁর ১২ বছরের মেয়ে আরাধ্যা। সব ঠিকই চলছিল। এরই মধ্যে এইসব। না চেয়েও বিতর্কের কেন্দ্রে কান চলচ্চিত্র উৎসব।