কাদের কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করবেন মমতা? প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোটে প্রার্থী কারা হবেন?
তৃণমূল সূত্রে খবর, নতুন বা পুরোনো দলে কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড করতে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। এলাকার কতজন মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন? পাশাপাশি সেই ব্যক্তির এলাকায় কেমন গ্রহণযোগ্যতা? এইসব তথ্য খতিয়ে দেখে তার রিপোর্ট কার্ড তৈরি করছে তৃণমূল। আর সেই রিপোর্ট কার্ডের মাধ্যমে মিলবে দলের দায়িত্ব এবং পঞ্চায়েত ভোটে টিকিট।

তৃণমূলের রিপোর্ট কার্ডে যেগুলো গুরুত্ব দেওয়া হয়েছে:-
১) মানুষের সাথে মেশার ক্ষমতা কেমন তা দেখে নেওয়া হচ্ছে।
২) আসলে মানুষের সেই নেতা সম্পর্কে কতটা আস্থা রয়েছে। ৪) কতটা সেই নেতা কাজ করতে পারেন।
৫) মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন।

তাই ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে একাধিক বার ঝাড়াই-বাছাই।