লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝেই ব্যাপক পরিবর্তন হল তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনে। একাধিক সাংগঠনিক জেলায় বদলানো হল তৃণমূলের চেয়ারপারসন।
এই মুহূর্তে বীরভূমের চেয়ারম্যান পদ সামলাচ্ছেন আশিস বন্দোপাধ্যায়। সমস্ত দায়ভার তিনিই গ্রহণ করেছেন। কিন্তু সভাপতির পদ এখনও ফাঁকা। সেখানে জেলা সভাপতির পাশে লেখা রয়েছে ‘কোর কমিটি টু কমিটি’। অর্থাৎ কোর কমিটির ওপর সমস্ত সিদ্ধান্তর দায় বর্তাবে।
এদিকে কোর কমিটির দায়িত্বে রয়েছেন কাজল শেখ। যা থেকে এটা বেশ স্পষ্ট যে, অনুব্রতর অনুপস্থিতিতে তার পদোন্নতি ঘটছে। গোটা বীরভূম জেলা সামলাচ্ছেন কাজল শেখ। এমনকি জেলার বহু নেতা মেনেও নিয়েছেন কাজল শেখের আধিপত্য। এর আগে গত ২০২২ সালে চেয়ারম্যানের তালিকায় নাম ছিল অনুব্রত মণ্ডলের।