মুম্বই ইন্ডিয়ান্স টিম থেকে যেন বুমরা এবং হার্দিককে বাদ না দেওয়া হয়, এটা চেয়েছিলেন কে?

মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে। তবে তাঁর অধিনায়কত্বে শুধু ট্রফি জয় নয়, মুম্বই এমন কিছু ম্যাচ জেতানো খেলোয়ার পেয়েছে, যাঁরা ভারতীয় দলেরও সম্পদ হয়ে উঠেছেন। প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেলের মতে, রোহিত না থাকলে হার্দিক পাণ্ড্য এবং যশপ্রীত বুমরার মতো খেলোয়াররা তৈরি হতেন না।

এ বারে মুম্বই অধিনায়ক করা হয়েছে হার্দিককে। রোহিতের জায়গায় নেতৃত্ব দেবেন তিনি। আর ব্যাটার হিসাবে খেলবেন রোহিত। মুম্বইয়ের হয়ে তিন বছর রোহিতের খেলা নিয়ে পার্থিব মনে করেন, রোহিত না থাকলে হার্দিকেরা তৈরিই হতেন না। পার্থিব আরও বলেন, “ক্রিকেটারদের পাশে রোহিত সব সময় থাকে। অবশ্যই হার্দিক এবং বুমরা হচ্ছেন সেটার সব থেকে বড় উদাহরণ । ২০১৪ সালে মুম্বই দলে আসে বুমরা। কিন্তু বুমরার ২০১৫ সালটা ভাল যায়নি। প্রতিযোগিতার মাঝেই বুমরাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিল মুম্বই। কিন্তু রোহিত রাজি হয়নি। ও বলেছিল বুমরার মতো এক জন ক্রিকেটারকে বাদ দেওয়া ঠিক হবে না। সেই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা পরের বছরই বুমরা বুঝিয়ে দেয়”।

হার্দিককে নিয়েও এমন ঘটেছিল বলে জানিয়েছেন পার্থিব। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক বলেন, “২০১৫ সালে দলে যোগ দেয় হার্দিক। ২০১৬ সালটা ভাল যায়নি হার্দিকের। ও তখন দেশের হয়েও খেলেনি। তাই দলের সিদ্ধান্ত ছিল ওকে ছেড়ে দেওয়া হোক। দেশের খেলেনি এমন ক্রিকেটারেরা ভাল না খেললে আইপিএলের দলগুলো অনেক সময় ছেড়ে দেয়। পরে তারা ভাল খেললে আবার ফিরিয়ে নেওয়া হয়। সেটা রোহিত হতে দেয়নি। ও ছিল বলেই এখন হার্দিক এবং বুমরা দেশের সম্পদ হয়ে উঠেছে।”