কে এই আইনজীবী কবিতা সরকার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রাই নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে সিবিআই হেফাজতে সঞ্জয়। আপাতত তার ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয়ের হয়ে প্রথমে মামলা লড়তে রাজি হননি কোনও আইনজীবী। পরে ধৃতের হয়ে মামলা লড়ার জন্য কবিতা সরকারকে নিযুক্ত করে আদালত। সঞ্জয়ের হয়ে মামলা লড়ছেন তিনি।

কবিতা বলেন, আদালতে দোষী সাব্যস্ত না পর্যন্ত তার মক্কেল নির্দোষ। তার মক্কেল এই অপরাধের সঙ্গে জড়িতই নয়। গোটা ঘটনার তদন্ত চলছে। আদালত ও ধৃতের অনুমতি নিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। আর জি মামলায় যুক্ত হওয়ার পর কবিতা জানান, এটাই তার জীবনের সবচেয়ে কঠিন কেস।