ঐশ্বর্য নাকি ক্যাটরিনা! প্রেমিকা হিসেবে কে বেটার? কী বলছে ভাইজান?

ঐশ্বর্য এবং ক্যাটরিনা দুজনেই সলমন খানের প্রেমিকা। তবে সলমনের জীবনে আগে এসেছিল ঐশ্বর্য রাই। তারপর ক্যাটরিনার সাথে সম্পর্ক গড়ে ওঠে ভাইজানের। তবে ঐশ্বর্যর জায়গা কখনোই সলমনের কোন প্রেমিকা নিতে পারেনি। সলমন খান এখনো সিঙ্গেল। ৫০ বছরের জীবনে তার একাধিক সম্পর্ক ছিল। তবুও তিনি বিয়ে করেননি।

গুঞ্জন রয়েছে, ঐশ্বর্যকে তিনি এখনো কাছে পেতে চান বিয়ে করতে চান। সেই কারণেই নাকি বারবার বিয়ের কথা উঠেও তিনি বিয়ে করতে পারেননি শেষ অবধি। ক্যাটরিনা কে তার মনে ধরেছিল। তার হাসিতে তিনি মুগ্ধ ছিলেন। তবে ঐশ্বর্যর চোখ, চাল সবকিছুর কাছে সলমনের সমস্ত প্রেমিকাই ফিকে পড়ে যায়।