তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন শর্মা। গত বিধানসভা ভোটের পূর্বে সরকারি নয়টি পদ থেকে ইস্তাফা দিয়ে এবং তৃণমূল ছেড়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি ঝাণ্ডা নিয়েছিলেন।
পরবর্তীতে তিনি বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামেন। কিন্ত বিধানসভা ভোটের পড়ে তাকে আর সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। যদিও মাঝে একাধিক নেতা ও মন্ত্রী তার সাথে যোগাযোগ করতে এসেছিল। এবারও লোকসভা ভোট ঘোষণা হতেই তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী তার সাথে দেখা করতে এসেছে।
কিন্ত মোহন শর্মা কাকে সমর্থন করছে এটাই বর্তমানে ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রশ্ন। কেননা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিশেষত চা বলয়ে মোহন শর্মার অনেক অনুগামী আছে।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন শর্মা স্পষ্ট জানান লোকসভা নির্বাচনের পর তিনি সক্রিয় রাজনীতিতে নামছে। আর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি। কোথায় সমর্থন করবেন তার সমর্থকদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।