তিন বছর ধরে চলতে থাকা করোনার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে হু

বিগত তিন বছরের বেশি সময় ধরে চলছে করোনা সংক্রমণ৷ ২০১৯-এর শেষলগ্নে চিনে হানা দেয় করোনা ভাইরাস৷ ক্রমেই তা চিনের গণ্ডি ছাড়িয়ে গ্রাস করে নেয় গোটা বিশ্বকে৷ দেশে দেশে শুরু হয় মৃত্যু মিছিল৷ সম্প্রতিই করোনার উৎস নিয়ে বিস্ফোরক দাবি করে আমেরিকা৷ তাদের দাবি, চিনের উহানের ল্যাব থেকেই জন্ম হয়েছিল হয়েছিল করোনা ভাইরাস। যদিও আমেরিকার এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে বেজিং৷ উল্টে এই অভিযোগের তীব্র প্রতিবাদও জানিয়েছে ড্রাগন ভূমি।

পরিস্থিতি উত্তপ্ত হতেই আসরে নামল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। প্রতিটি দেশের কাছে তাদের আর্জি, করোনা ভাইরাসের উৎস সম্পর্কে যে তথ্য তাদের হাতে রয়েছে, তা যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে তুলে দেওয়া হয়৷ আমেরিকার ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিরেক্টর ক্রিস্টোফার রে জানান, এফবিআইয়ের তদন্ত থেকে যে তথ্য জানা যাচ্ছে, তাতে করোনা সংক্রমণের উৎস সম্ভবত চিনের উহানের ল্যাবরেটরি থেকেই হয়েছিল।

হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গ্রেবেয়াসিস বলেন, “যদি কোনও দেশ কোভিড-১৯এর উৎস সম্পর্কে কিছু জানেন, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বিজ্ঞান সমাজের সঙ্গে সেই তথ্য ভাগ করে নিন।” তিনি আরও বলেন, “কোনও দেশকে দোষারোপ করতে নয়, বরং কীভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, সে সম্পর্কে আরও ভালভাবে জানার চেষ্টা করতে হবে, যাতে পরবর্তী সংক্রমণ প্রতিরোধ করতে সময় মতো প্রস্তুতি নেওয়া যায়। করোনার উৎস খোঁজার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে হু।”