তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
যুবশ্রী প্রকল্পের আয়তায় দেড় হাজার টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার। ছেলেমেয়ে নির্বিশেষে রাজ্যের যে কোন প্রান্তের বাসিন্দাই এই যুবশ্রী প্রকল্পের আওতায় ভাতা পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন?
১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং কিংবা প্রথাগত শিক্ষা গ্রহণ করতে হবে।
৩. আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে।
৪. নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। ৫. প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।