কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

আবহাওয়াবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। এরই মাঝে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটায় বদলে গিয়েছে শহরের চিত্র। মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণিঝড় “অশনি” উত্তর-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২১ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, ২০২২ রাত্রি ০২.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১৩.৩ উঃ অক্ষাংশ, ৮৭.২ পৃ দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৭৬০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পৃরী থেকে ৭৪০ কিমি দক্ষিণ-দক্ষিন পূর্বে অবস্থান করছে। খুব সম্ভবত আগামী ১০ই মে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটির উত্তর উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করার প্রবল সম্ভাবনা আছে।

পাশাপাশি সতর্কবার্তার মাধ্যমে আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, আগামী ১১ ও ১২ ই মে, ২০২২ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) সহ, ১০-১২ ই মে, ২০২২, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেকারনে ১০ ই মে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে। এবং যারা এই মূহূর্তে সমুদ্রে আছেন তাদের আগমী ৯ তারিখ সন্ধ্যর মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে । ও ১০ ই মে, ২০২২ থেকে ১২ ই মে, ২০২২ পর্যন্ত সমুদ্রে মাছ ধরা ও ভ্রমন সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।