বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়ার। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে মোকা।
বাংলার বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও।
৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ৭ মে তা পরিণত হবে নিম্নচাপে। ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। মোকার প্রভাবে আন্দামানে দুর্যোগের আশঙ্কা। মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে নিম্নচাপটি। এই পথে নিম্নচাপের আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা। ৮-১১ মে, এই চারদিন পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে হাওয়া অফিস।