লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বহু টালবাহানা, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হচ্ছে গ্রামবাংলার ভোট। ইতিমধ্যেই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদে ৪৫, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৩৭ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় মোতায়েন হচ্ছে ৩৫, পূর্ব বর্ধমানে ৩৩, নদিয়ায় ৩১ কোম্পানি, মালদায় জেলায় ৩০, দক্ষিণ ২৪ পরগনাতেও ৩০ কোম্পানি। কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি, তবে একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না বলে জানা গিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক তরফে সবুজ সঙ্কেত মেলার পর একে একে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছনো শুরু হয়ে গেছে। এবার বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ নিরাপত্তায় ২৩ পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটাই দেখার।