লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের সুবিধা বাড়ানোর জন্য নতুন পরিষেবা গ্রহণ করা হলো রেল কর্তৃপক্ষকে তরফ থেকে। এবার থেকে সব লাইনেই পাওয়া যাবে ১২ কোচের ট্রেন। সেই কারণেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত লাইন। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে রবিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।
তিন দিন বহু ট্রেন শিয়ালদা যাতায়াত করবে না। সেই ট্রেনগুলি চালানো হবে ঘুরপথে। শিয়ালদাহ উত্তর ও মেন শাখায় যেসব ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে সবগুলি চলবে শিয়ালদা স্টেশনের ৫ , ৬, ৭, ৮, ৯, ১০, ১১ নম্বর প্লাটফর্ম দিয়েই। পরে দরকার পড়লে ১২ এবং ১৩ নম্বর প্লাটফর্মও ব্যবহার করা যেতে পারে।
বৃহস্পতিবার রাত সাড়ে নটা পর্যন্ত এই ৬ থেকে ১০ লাইনে ট্রেন বাতিল থাকবে কোনও। তবে ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। তবে কোন পথ দিয়ে কোন ট্রেন চলবে সেগুলি পরে জানিয়ে দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তি পরে জানিয়ে দেওয়া হবে। রেলের কাজের জন্য সব মিলিয়ে মোট ৮৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যার কারণে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হবে বহু ট্রেনের যাত্রাপথ। ফলে সমস্যাতে পরতে হতে পারে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট শাখার যাত্রীদের।