দক্ষিণে যখন আগুনের গোলায় ঝলসানোর যন্ত্রণা, তখন উত্তরের জঙ্গলে গজরাজকে রাখী!

Estimated read time 0 min read

আজ রাখি বন্ধন দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এই পশ্চিমবঙ্গের সর্বত্রই পালন করা হচ্ছে। কখনও তিস্তা পাড়ে, আবার কখনো শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, তবে এরই মধ্যে গভীর জঙ্গলে কিছু বাছাই করা জনতার উপস্থিতে অন্যান্য বারের মতো এবারেও হাতিকে রাখি পরিয়ে উদযাপন করা হয় সুরক্ষা প্রদানের শপথ গ্রহণের বিশেষ দিনটি।যদিও এই অনুষ্ঠানের পাশাপাশি মানবতা সমৃদ্ধ পশ্চিমবঙ্গ বাসীর মনে উঁকি দিচ্ছে আর জি কর কাণ্ড সহ ঝাড়গ্রাম জেলার জঙ্গল এলাকায় বন দপ্তরের উপস্থিতিতে হুলা পার্টির ছোড়া আগুনের গোলায় ঝলসে মৃত গর্ভবতী হস্তির মৃত্যুর সেই করুন দৃশ্য। যে কারনেই সোস্যাল মিডিয়া সহ শুভবুদ্ধিসম্পন্ন মনুষের মনে উঁকি দিয়েছে, এই বাংলায় কে সুরক্ষিত ,,, এমন প্রশ্ন?

You May Also Like

More From Author