কবে ফিরতে পারবেন মাঠে মোহাম্মদ শামি?

মহম্মদ শামির ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে। তিনি গত এক দিনের বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন। এখন তাঁর একটাই লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরা। ক্রিকেটপ্রেমীদের একাংশ শামির ফেরার অপেক্ষায় রয়েছেন। ভক্তদের আশ্বস্ত করে তাঁর বর্তমান পরিস্থিতির কথা শামি জানিয়েছেন।

চোটের জন্য শামি গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলতে পারছেন না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলা হবে না। দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে থাকায় কিছুটা হতাশ শামি। তবে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের অন্যতম সেরা বোলারের। নিজের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শামি। তাতে দেখা যাচ্ছে, ডান পায়ের গোড়ালির পরিচর্যা করছেন গত এক দিনের বিশ্বকাপ এবং গত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘চোট কখনও আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। প্রত্যাবর্তন হবেই। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

এই ৩৩ বছরের ক্রিকেটার মাঠে কবে ফিরতে পারবেন, তা এখনও চিকিৎসকেরা নিশ্চিত করে বলেননি। মনে করা হচ্ছে, জুনের মাঝামাঝি সময় তিনি অনুশীলন শুরু করতে পারবেন। তাঁর পায়ে গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয়েছে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শামির কীর্তির কথা বলেছেন শুক্রবার।