হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থপ্রেরণ

ভারতে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অর্থপ্রেরণের সময়ে ‘পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস’ যোগ করতে পারবেন। ভারতের জন্য প্রস্তুত এই নতুন ফিচার যেমন প্রাসঙ্গিক ও উত্তেজক, তেমনই স্মরণীয়।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সহযোগিতায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসে (ইউপিআই) ব্যবহারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের এই পেমেন্টস ফিচার হল এক ইন্ডিয়া-ফার্স্ট রিয়াল-টাইম পেমেন্ট সিস্টেম যা ২২৭টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুবিধা প্রদান করে। এই ফিচারটির মূল উদ্দেশ্য হল প্রেরক ও গ্রহীতার জন্য এক অধিকতর ‘পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স’ সৃষ্টি করা। ‘পেমেন্ট ব্যাকগ্রাউন্ডস’ অর্থপ্রেরণকে ‘পার্সোনাল’ করে এবং প্রতিটি পেমেন্টের পেছনের কাহিনীকে জীবন্ত করে তোলে। হোয়াটঅ্যাপের এক্সপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডস সুবিধা ভারতের সকল ব্যবহারকারী নিতে পারবেন।