আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৫-৬ ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়তে পারে। এর মাঝেই আবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের কয়েকটি জেলা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বিশেষত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তাপমাত্রা অনেকখানি বৃদ্ধি পাবে। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে শহর কলকাতার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। গত তিনদিনে মহানগরীর তাপমাত্রা গড়ে প্রায় ৪ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরে ৩৬ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছতে পারে বলে। রবিবার অবধি দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।