মোমিনপুর থেকে ধর্মতলা এই রুটে মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান চত্বরে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতেই আজ আদালত রায় দেবে।
গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মেট্রোর জন্য গাছ কাটা সংক্রান্ত মামলায় হলফনামা জমা নিয়েছিল। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেনা বাহিনী, বন দপ্তরের, রেল বিকাশ নিগম সকলের তরফ থেকে হলফনামা জমা পড়েছিল। তবে পুরসভার রিপোর্ট জমা পড়েনি। এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিল উচ্চ আদালত।
তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, কলকাতা পুরসভার জন্য আদালত অপেক্ষা করবে না। আদালত আজই রায় দেবে মেট্রোর কাজ সংক্রান্ত মামলায়।