শেষ রক্ষা হলো না, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী৷ আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ নিভল এক রত্নগর্ভার জীবন প্রদীপ। মায়ের সঙ্গে না থাকলেও, মায়ের প্রতি শ্রদ্ধা-ভক্তি, ভালোবাসার কোনও ত্রুটি ছিল না৷ যে কোনও কাজের আগে মায়ের কাছে ছুটে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিতেন মায়ের আশীর্বাদ৷ প্রত্যেক সফল পুরুষের পিছনেই থাকে এক নারীর অবদান৷ নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেই নারী হলেন হীরাবেন৷ তাঁর আদর্শে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন প্রধানমন্ত্রী৷
১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানা জেলার বিসানগরের এক সাধারণ পরিবারে জন্ম হীরাবেনের৷ ছোট থেকেই কষ্ট দেখেছেন তিনি৷ অল্প বয়সে বিয়ে হয়ে আসেন মোদী পরিবারের৷ অভাব অনটন ছিল নিত্যসঙ্গী৷ বছর কয়েক আগে বিসানগরের দীপদা দরওয়াজার আদি বাড়ি বিক্রি করে গান্ধীনগরের নতুন বাড়িতে থাকতে শুরু করেছিলেন হীরাবেন।
বয়স ১০০ ছুঁলেও, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সচল ছিলেন৷ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সন্তানদের বড় করে তোলেন তিনি৷ একা হাঁটাচলাও করতে পারতেন৷ এমনি বাড়ির প্রায় সব কাজ নিজের হাতেই করতেন। ছেলে প্রধানমন্ত্রী হলেও মায়ের জীবন ছিল আদ্যন্ত সাদামাটা৷ কোনও রকম বিলাসিতা ছিল না তাঁর৷