বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র দুটি দিন। তার পরেই শুরু নতুন বছরের। চারিদিক জুড়ে শীতের আবহাওয়া৷ দেশের মধ্যে দিল্লি থেকে শুরু করে শিমলা, কম বেশি ঠান্ডায় কাঁপছে সবাই। কিন্তু কলকাতা যেন সম্পূর্ণ অন্য গোলার্ধে চলে গিয়েছে। যে সময়ে এখন আমরা দাঁড়িয়ে সেই সময়ে মূলত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে তো ঘোরাফেরা করেই। কিন্তু এবার তাজ্জব করা আবহাওয়া তিলোত্তমায়। দেশের অন্যান্য শহরে তাপমাত্রা নেমেছে ৫ বা ৪ ডিগ্রিতে, কোথাও কোথাও হিমাঙ্কের নীচেও। আর এদিকে কলকাতার তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৫০ বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এত বেশি ছিল না ডিসেম্বরে। অর্থাৎ এটি একটি নয়া রেকর্ড বলা যেতেই পারে। এর আগে ২০০৪ সালে ডিসেম্বরের একদিন তাপমাত্রা ছুঁয়েছিল ২০.৪ ডিগ্রি। আজ ২০২২ সালে সেটিও ভেঙে গিয়েছে। তাপমাত্রা হয়েছে ২০.৭ ডিগ্রি। যদিও চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রা আবার কমে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকদের থেকে এক লাফে ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা আছে বলেই জানান হয়েছে।
কিন্তু এমন পরিস্থিতি তৈরি হল কেন? আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় উপত্যকায় তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত। যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প জমা হচ্ছে কলকাতার বায়ুমণ্ডলে। ওই জলীয় বাষ্পই শহরে বা রাজ্যে শীত ঢুকতে দিচ্ছে না। অনুকূল পরিস্থিতি এলেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।