ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে মনোনয়ন জমা করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব।

হলফনামায় দেখা যাচ্ছে, নিজের তো নামে কোনও গাড়ি, বাড়ি কিছুই নেই অভিষেকের। তার স্ত্রী সন্তানদের নামেও বাড়ি, গাড়ি নেই। অস্থাবর সম্পত্তি বলতে অভিষেকের হাতে রয়েছে নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা। তৃণমূলের তিন বারের সাংসদের বিমা রয়েছে ৩১ লক্ষ টাকার। সোনা ও রুপো রয়েছে ২ লক্ষ ২ হাজার ৯৬০।

মাথায় ঋণ রয়েছে ৩৬ লক্ষ টাকার। সব মিলিয়ে সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকার। বিবেচনা করলে দেখা যাবে বাংলার বহু হেভিওয়েট প্রার্থীদের থেকে অনেকটাই ‘গরিব’ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।