অভিজিৎ সম্পর্কে কী বললেন বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। জানা যাচ্ছে, সম্প্রতি বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক থেকে প্রার্থীও হচ্ছেন তিনি।

এইবার শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে প্রচারের কর্মসূচিতে নেমেছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রথমে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম। পরবর্তীকালে অমিত শাহ ওনার সঙ্গে বৈঠক করেন। ওনার উচ্চতা অনুযায়ী অমিত শাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে উনি সিদ্ধান্ত নিয়েছেন। ওনাকে পেয়ে আমরা গর্বিত।’

বিরোধী দলনেতার কথায়, ন্যায়ের জন্য দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের লড়াই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে পড়ে।