হেড কোচ নিয়ে কী জানালেন বোর্ড সচিব জয় শাহ?

আসন্ন টি২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। তাই খুব শীঘ্রই বিসিসিআই টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিচ্ছে। এই খবর নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। পাশাপাশি তিনি বলেছেন, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় চাইলে ফের আবেদন করতেই পারেন। প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর থেকে দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ রয়েছেন। তাঁর সঙ্গে চুক্তি ছিল ২০২৩ বিশ্বকাপ অবধি।

তারপর তা আরও ছয় মাস বাড়িতে জুন অবধি করা হয়। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে দ্রাবিড় হয়ত আর কোচ থাকবেন না। তাই শীঘ্রই নতুন কোচ চেয়ে বোর্ড বিজ্ঞাপন দিতে চলেছে। জয় শাহ বলেছেন, ‘‌দ্রাবিড়ের সঙ্গে জুন মাস অবধি চুক্তি রয়েছে। তাই ও চাইলে আবেদন করতেই পারে।’‌ এরপরই জয় শাহ বলেছেন, ‘নতুন কোচ কোনও ভারতীয় না বিদেশি হবে তা চূড়ান্ত করবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি।’‌

বোর্ড সূত্রে খবর, নতুন কোচ ঠিক করার পরেই সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা হবে। শোনা যাচ্ছে, বোর্ড নতুন কোচের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে। তিন বছরের জন্য চুক্তি করা হতে পারে। একদিনের বিশ্বকাপ রয়েছে ২০২৭ সালে। সেই প্রতিযোগিতা পর্যন্ত নতুন কোচের সঙ্গে চুক্তি করা হতে পারে। এদিকে, লাল বল ও সাদা বলে আলাদা আলাদা কোচের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন জয় শাহ। বলে দিয়েছেন, হেড কোচ হবেন এক জনই।