বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দেশ জুড়ে প্রত্যেক নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ উপসর্গ দেখা মাত্রই কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মরশুমের সাধারণ সর্দিকাশি, জ্বর ভেবে তাঁরা এড়িয়ে যাচ্ছেন৷ এদিকে, টিকা নিয়েছেন এমন অনেকেই আবার উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে সামান্য সর্দিকাশি ভেবে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। এর ফলে কোভিড ফের আগের মতো মারণ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
ফ্লু ভাইরাস আর করোনা ভাইরাসের উপসর্গগুলি অনেকটাই এক৷ মনে রাখতে হবে, করোনার ক্ষেত্রে স্বাদ-গন্ধ চলে যাওয়াটা একটা বড় উপসর্গ, যা সাধারণ ফ্লুয়ের ক্ষেত্রে হয় না। এছাড়াও বমি বমি ভাব, শরীরে অত্যাধিক ক্লান্তিও করোনার অন্যতম লক্ষণ৷ এছাড়াও আরও একটি বিষয় খেয়াল রাখা উচিত৷ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, ঘন ঘন হাঁচি, বুকে কফ জমে যাওয়ার মতো উপসর্গগুলি দেখা যায়। কোভিডের ক্ষেত্রে কিন্তু শুকনো কাশি হবে৷ সেই সঙ্গে শ্বাস নিতে কষ্ট হওয়া, অল্পতেই শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি লক্ষ্য করা যাবে। এই সময় যদি জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হয়, তাহলেই সতর্ক হয়ে যান৷ জ্বর হলেই নিয়মিত শরীরের অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে থাকুন। অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলেই তা কোভিডের লক্ষণ।