ওয়েস্টার্ন ডিজিটাল শুরু করল তাদের ছয়মাস-ব্যাপী প্রতিযোগিতা – ‘শেয়ার ইয়োর মেমোরিজ’। যেসব গ্রাহক ওয়েস্টার্ন ডিজিটালের বিভিন্ন প্রোডাক্ট, যেমন স্যানডিস্ক প্রোডাক্ট (১২৮জিবি বা আরও বেশি) বা ডব্লিউডি প্রোডাক্ট (২টিবি বা আরও বেশি) কিনবেন, তারা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন।
প্রতি সপ্তাহে ২ জন বিজয়ীকে নির্বাচন করা হবে। তারা প্রত্যেকে পাবেন ১,০০,০০০ টাকা মূল্যের ভাউচার, যা এলজি ইলেক্ট্রনিক্স কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট ক্রয়ের জন্য রিডীম করা যাবে। এক নিরপেক্ষ জুরিমন্ডলী প্রতি সপ্তাহে বিজয়ীদের নির্বাচন করবে। প্রতি ত্রৈমাসিকে একজন বিজয়ীকে ১৫০গ্রাম গোল্ড-বার জয়ের জন্য নির্বাচন করা হবে।
স্যানডিস্ক ও ডব্লিউডি’র যাবতীয় প্রোডাক্টে স্ক্র্যাচ কোড-সহ একটি বড় স্টিকার থাকবে, যাতে ক্রেতারা প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভুলে না যান। এই উৎসবের মরশুমে গ্রাহকরা ওয়েস্টার্ন ডিজিটালের ‘রিলায়েবল স্টোরেজ সলিউশন’ ব্যবহার করার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন।