আবারও এক তাণ্ডবলীলার সাক্ষী হল পশ্চিমবঙ্গ

যে আশঙ্কা ছিল তাই সত্যি হল। ঝড়ের পর আবারও আচমকাই দেখা দিল আরেক বিপদের। উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের দাপট কিছুটা থামলেও বাংলায় তার দাপট বাড়ছে আরও বেশি করে। চুঁচুড়া-হালিশহরের পর এবার টর্নেডোর সাক্ষী অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ। টর্নেডোর ধাক্কায় লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার অশোকনগর ও গুমা। ৩ থেকে ৪ মিনিট ছিল টর্নেডোর স্থায়িত্ব। তার ধাক্কায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই মঙ্গলবার টর্নেডো দেখা গিয়েছিল হুগলির ব্যান্ডেল ও উত্তর ২৪ পরগনার হালিশহরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে তাঁরা প্রথমে একটি কালো ঝড় দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই দু’টি গ্রামের বহু বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। তবে এখনও রাজ্যের আবহাওয়ার উন্নতি বিশেষ হয়নি। সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে চলছে বৃষ্টিও। তারই মাঝে অশোকনগরে টর্নেডোর দাপট। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।