ন্যায় বিচারের দাবি পূরণ না-হওয়া পর্যন্ত ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চায় ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ ও ‘অভয়া মঞ্চ’। সেই বিষয়ে বুধবার কলকাতার নগরপালকে অবগত করা হলেও পুলিশ তা নাকচ করে দেয়। স্পষ্ট জানিয়ে দেয়, হাই কোর্টের নির্দেশ মতো আজ, বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি পালন করে ডোরিনা ক্রসিং ফাঁকা করে দিতে হবে। এর পরে তাঁরা অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানান মঞ্চের তরফে উৎপল বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উৎপল বলেন, ‘‘ন্যায় বিচারের বিষয়ে সিবিআই ও রাজ্য প্রশাসনের তরফে কোনও সদর্থক ভূমিকাও দেখা যাচ্ছে না। তাই অবস্থান-কর্মসূচি চালিয়ে যাওয়া প্রয়োজন বলেই মনে করছি।’’ পাশাপাশি, আজ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাঁদের প্রতিনিধিরা দেখা করতে যাবেন বলে ইমেল করছে চিকিৎসকদের যৌথ মঞ্চ।
দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে অবিলম্বে রাজ্যের সম্মতি দান এবং তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত ও তরুণী পড়ুয়া-চিকিৎসককে খুন জড়িত ষড়যন্ত্রকারীদের যত দ্রুত সম্ভব তদন্তের আওতায় এনে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিব ও সিবিআইয়ের অধিকর্তাকে চিঠি পাঠিয়ে কথা বলার সময় চাওয়া হয়েছে বলে জানান যৌথ মঞ্চের আর এক সদস্য চিকিৎসক মানস গুমটা।
অন্য দিকে, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম বদল করে ‘অভয়া ক্রসিং’ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব-চিঠি পাঠিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। ওই সংগঠনের সভাপতি কৌশিক চাকী বলেন, ‘‘অভয়া একটি প্রতীকী নাম। আর জি করের তরুণী পড়ুয়া-চিকিৎসকের স্মৃতি জাগিয়ে রাখতে শুধু নয়, বরং ন্যায় বিচার এবং সুরক্ষার জন্য যে কঠিন লড়াই, তাকে সম্মান জানাতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।’’