দেখুন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট

এখনও বঙ্গে বর্ষা প্রবেশে ঢের দেরি। চলতি মাসের ১৩ই জুন সম্ভাবনা রয়েছে বর্ষা ঢোকার। অর্থাৎ এখনো বাকি ৪২ থেকে ৭২ ঘন্টা। ১০ই জুন বর্ষা দক্ষিণবঙ্গের দিকে কিছুটা অগ্রসর হতে পারে। তবে এক্ষুনি বর্ষা না ঢুকলেও, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন লেটেস্ট ওয়েদার আপডেট।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপশি আজ একাধিক জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে অস্তস্তিকর গরম বৃষ্টির পর বহাল থাকবে। তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।