উত্তরবঙ্গের সবজেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা

Estimated read time 0 min read

কাল ছিল ভোটের ফলাফল। বেশকিছু মাস ধরে ভোটের জন্য উত্তাপ চড়া ছিল। সেই তাপ কিছুটা কমেছে। তবে ভোটের তাপ কমতেই ফের ঊর্ধ্বমুখী আবহাওয়ার তাপ। ফের পারদ চড়েছে। আজ দক্ষিনবঙ্গসহ উত্তরবঙ্গে তাপমাত্রা বেশ বেড়েছে। আজ দক্ষিনবঙ্গের তাপমাত্রা প্রায় সবজায়গাতেই ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় এবং কলকাতাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টির পর তাপমাত্রা আরও ২,৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৯ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি।

You May Also Like

More From Author