আর রাতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আজ মাঝরাতে ভিজতে পারে একাধিক জেলা। আলিপুর হওয়া অফিস সূত্রে খবর তেমনটাই। হাওয়া অফিস বলছে, সারাদিন গরম বজায় থাকলেও, রাতে কিছুটা স্বস্তিতে ঘুমাবে মানুষজন। কারণ আজই মাঝরাতে ঘন কালো করে বর্ষাবে বাদল। দেখুন আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল আজকের আপডেট।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও, রাতের দিকে তাপমাত্রা কমবে। ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। কলকাতাসহ বেশ কিছু জায়গায় গতকাল রাতে ঝড়বৃষ্টি হয়েছিল। রেমাল ঘূর্ণিঝড় পরেও ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা ও তৎসংলগ্ন বেশকিছু এলাকয়। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গায়। আইএমডি-র স্যাটেলাইট চিত্র থেকে তাই লক্ষ করা যাচ্ছে। আজও দক্ষিণবঙ্গসহ, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে। ভিজবে কলকাতাও।