আজ সকাল থেকেই রেমালের কালো পর্দা পুরোপুরি সরে গিয়েছে। রবিবার বিকেল থেকেই ঘূর্ণিঝড় রেমাল তার দাপট দেখাতে শুরু করেছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলেছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি। আজ থেকেই বাড়বে গরম। তাপ ও প্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস।
রেমালের প্রভাবে টানা কদিন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতে গত দুদিন গরমের চোখ রাঙানি তেমন সহ্য করতে হয়নি। লাগাতার বৃষ্টিতে স্বস্তি পেয়েছিল শহর কলকাতার। তবে ফের ঊর্ধ্বমুখী হবে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। তবে কাল থেকেই বদলে যাবে আবহাওয়া। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভবনা নেই। আজ থেকেই একটু একটু করে বাড়তে থাকবে গরম।