আবহাওয়া দফতর কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী বলছে ? উত্তরবঙ্গে জারি বিশেষ সতর্কতা

আজ উত্তরবঙ্গে যেমন প্রচন্ড গরম তিনি তার মধ্যে হঠাৎ এসে হাজির হচ্ছে বৃষ্টি। আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি কিছু কিছু জায়গায় বজ্রপাত হতে পারে। স্তভেরি অসংরক্ষিত জায়গায় জারি ন্যাচারাল সর্তকতা কারণ সেখানে কারণ পাহাড় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা ভ্যালির অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতাও।কারণ পাহাড়ে ধস নামারও আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় থাকবে মেঘলা আকাশ । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার এর মত তেমন বৃষ্টি না হলেও শুক্রবারে শহর জুড়ে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছুটা হলেও গরম করতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। এই বৃষ্টিপাত হওয়ার ফলে কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হওয়ার দরুন শহরের বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকেই পরিস্থিতি ঠিক হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।