ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের সফলতার দিশা আড্ডা ২৪৭

এসএসসি সিজিএল পরীক্ষার প্রস্তুতির সময় কিছু বিপত্তির সম্মুখীন হওয়ায় রেলওয়ের ‘লেভেল ১ পরীক্ষায় সফল হওয়া সত্ত্বেও  পিইটি -তে ব্যর্থ হন মনোজ। এই সময় তার একজন সফল পরামর্শদাতা বা কোচিংয়ের প্রয়োজন হয়।  আর তখনই তিনি আর সময় নষ্ট না করে কোচিংয়ের জন্য আড্ডা ২৪৭-এ রেজিস্টার করেন। উল্লেখ্য, এরপর মনোজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষার জন্য তৈরি হওয়া যায়। এই আড্ডা ২৪৭-এ কোচিং করে মনোজ পিডব্লিউডি (পরিচালক) বিভাগে এলডিসি হিসাবে  ১১৩ নম্বর পেয়ে পিএসসি ক্লার্কশিপের জন্য নির্বাচিত হন।

আড্ডা ২৪৭ সঠিক গাইডেন্স মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে টেস্ট সিরিজ, অনলাইন মক এবং লেখার প্যার্টানের দুর্বলতা দূর করে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য মনোজকে তৈরি করতে সাহায্য করে। আড্ডা ২৪৭ টিমের ফ্যাকাল্টি সদস্য শুভদীপ বিশ্বাস বলেন, যখনই প্রয়োজন হয়েছে তখনই তা সমাধান করে মনোজকে তার এই ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করা হয়েছে। 

মনোজ তার এই সফলতার জন্য  আড্ডা ২৪৭ -এর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  কারণ আড্ডা ২৪৭ সঠিক সময়ে তাকে গাইড করায় আজ তিনি ক্লার্কশিপ পরীক্ষায় সফল হতে পেরেছেন।