টেলি পরিষেবার উন্নয়নে সেমিনার

ডিপারমেন্ট অফ টেলিকমিউনিকেশনের(ডিওটি)র তরফ থেকে চলতি বছরের ১৩ অক্টোবর ইএমএফ বিকিরণ সম্পর্কিত এক সচেতনতা মুলক সেমিনারের আয়োজন করা হয়। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে (ডিওটি)র পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মাধ্যমে একদিকে যেমন আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য মোবাইল টাওয়ারের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তেমনি অপরদিকে মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকিরণের ব্যাপারে মানুষের মধ্যে যে ভুল ধারনা আছে তা নিয়েও ডাক্তারদের সঙ্গে এই সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারের উপস্থিত ছিলেন এ কে সাহু, সিনিয়র ডিডিজি, ডিওটি, নর্থ ইস্ট এলএসএ, এ কেজাইন, ডিডিজি (কমপ্লায়েন্স), ডিওটি, নর্থ ইস্ট এলএসএ, শিলং সহ আরও অনেকে।

সিনিয়র ডিডিজি, ডিওটি, নর্থ ইস্ট এলএসএ, শিলং, এ কে সাহু বলেন, এই সেমিনারের মাধ্যমে মোবাইল টাওয়ার থেকে নির্গত ইএমএফ বিকিরণের ক্ষতিকারক প্রভাব নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারনা আছে তা অনেকাংশই দূর হবে। শুধু তাই নয় এই সেমিনারের মাধ্যমে আশা করা যায় মোবাইল টাওয়ার এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পথে সমস্ত বাধা দূর হবে।