রাজ্যে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৪৯৯

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯৭ শতাংশ। সকল জেলাগুলিতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট। প্রথম বিভাগে ৩ লক্ষ্য ১৯ হাজার ৩৭৭ জন উর্তীর্ণ হয়েছে। গত ৭ জুন উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়। এরপরেই সিদ্ধান্ত হয় মূল্যায়নের পদ্ধতি। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে  ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন।  এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।
ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট। মুর্শিদাবাদের এক ছাত্রী এই বছর মেধার শীর্ষে সেটুকু জানানো হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। ৫০০ মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন সেই ছাত্রী।