তাপপ্রবাহ নিয়ে জেলায় জেলায় জারি হল সতর্কতা

কালবৈশাখী দেখা না মিললেও বৈশাখীর দাবদাহে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এরইমাঝে অস্বস্তির বার্তা দিয়ে আবহওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আজ কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী বুধ ও বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই জনগণকে সুরক্ষিত রাখতে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে সকাল ১১ টা থেকে ৪ টা অবধি খুব দরকার না পড়লে কেউ যাতে রাস্তায় বের না হয়। এছাড়াও আবহাওয়া দফতরের পক্ষ আরও বলা হয়েছে…

  • হাল্কা, ঢিলেঢালা সুতির জামা-কাপড় পড়তে হবে।
  • মাথায় কাপড়, টুপি কিংবা ছাতা দিতে হবে।
  • প্রচুর পরিমাণে জল খেতে হবে। তৃষ্ণার্ত না হলেও শরীরে যাতে জলের পরিমাণ কমে না যায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে।
  • ওআরএস ছাড়াও ঘরে তৈরি লস্যি, ভাতের জল, লেবুর জল খাওয়া যেতে পারে।
  • রাস্তা কিংবা ফসলের ক্ষেতে যাঁরা কাজ করেন তাঁদের এই মুহূর্তে সরাসরি সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা উচিত হবে না
  • কাজের জন্য দিনের অন্য সময়ে বেছে নিতে হবে।
  • বাইরের কাজ করতে গেলে অবসরের সময় বাড়াতে হবে।
  • অন্তঃসত্ত্বা মহিলা কিংবা অসুস্থদের ক্ষেত্রে আলাদা করে নজর দিতে হবে।
  • হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প যেমন ঝিমুনি আসা, মাথা ধরা, ঘেমে গেলে বাড়তি নজর দিতে হবে। যদি কেউ অজ্ঞান হয়ে যান, তাহলে তাঁকে খুব তাড়াতাড়ি চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে।