গোটা সপ্তাহ জুড়ে অতিভারী বৃষ্টির সতর্কতা

বিগত কদিন ধরে জলমগ্ন পরিস্থিতিতে রাজ্যবাসী। গত দুসপ্তাহ ধরে কম বেশি বৃষ্টির আবহাওয়াই পাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। এই পরিস্থিতে আজও উন্নতি হবে না আবহাওয়ার। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াল হওয়ার সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের অবস্থা রয়েছে এমনটাই। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে প্রবল বর্ষণের আশঙ্কা। বাড়বে নদীর জল স্তর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই অতিভারী বৃষ্টিপাত শুরু হবে। যা চলবে গোটা সপ্তাহ জুড়ে। রাজ্যে ফের আগামী বুধবার থেকে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মৌসুমী অক্ষ রেখা হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে। গয়া থেকে মালদার উপর দিয়ে এই অক্ষরেখা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখার সক্রিয় ঝারখন্ড সিকিম ও উত্তরবঙ্গের উপরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী চার পাঁচদিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।