সতর্ক বার্তা, আগামী পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে করোনা

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে করোনার কোনও চেনা রূপ নয়, এবার তাণ্ডব চালাচ্ছে ওমিক্রনের একটি উপপ্রজাতি বা সাব-ভ্যারিয়েন্ট BF.7। বিশেষজ্ঞরা বলছেন, এই উপপ্রজাতির দাপটেই আগামী দিনে করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে৷

সম্প্রতি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্টুয়ার্ট ক্যাম্পবেল রে করোনা নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেন৷ তাঁর কথায়, চিনের বিপুল জনসংখ্যা রয়েছে। তার উপর বর্তমান পরিস্থিতিতে সেখানকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে গিয়েছে৷ যা করোনাকে আরও ভয়াবহ করে তোলার জন্য যথেষ্ট। তাঁর মতে, একে চিনের বিপুল জনসংখ্যা, অন্যদিকে, মানুষের শরীরে রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়া, দেশে একটি নতুন করোনার জন্মের পক্ষে আদর্শ স্থান হয়ে উঠেছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্টুয়ার্ট ক্যাম্পবেল রে-র সঙ্গে সহমত পোষণ করেছেন ওহায়ো স্টেট ইউনিভার্সিটির গবেষ শান-লু লিউ-ও। তাঁর মতে আগামী দিনে পরিস্থিতি আরাও খারাপ হওয়া যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ শান-লু লিউয়ের কথায়, করোনার এই নতুন রূপ সহজেই রোগ প্রতিরোধের বর্মকে ভেদ করে আঘাত হানতে পারে৷ ফের নিতে পারে বিধ্বংসী রূপ৷