করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিশেহারা পরিস্থিতি দেখা গিয়েছিল দেশজুড়ে। দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতায় কোন ঢিলেমি না দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে আবেদন জানিয়েছে। কারণ এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে তৃতীয় ঢেউ নিয়ে। তৃতীয় ঢেউ নাকি আরও বেশি মারাত্মক হতে পারে, এমনদাই দাবি জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু কবে থেকে শুরু হতে পারে এই থার্ড ওয়েভ? এই বিষয়ে এবার আলোকপাত করলেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

তিনি করোনার তৃতীয় ঢেউ নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, “আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য।” তৃতীয় ঢেউয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে যত শীঘ্রই সম্ভব টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি আনলক পর্যায়ে মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলেও জানান। করোনা সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হলেও নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে চিঠিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে।