বদলাতে পারে ভোটের দিন

আসন্ন ভোট নিয়ে দন্ধে রাজ্য৷ আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ কিন্তু চলতি সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে তাই ভোট এবং পরীক্ষা দুই নিয়েই সংশয় তৈরি হয়েছে। অনেকে মনে করছে আবার হয়তো পরীক্ষার দিন বদলাবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ জানান হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা জানিয়ে দুই কেন্দ্রে উপনির্বাচনের দিন বদল করার আর্জি করেছিল নবান্ন। কিন্তু সূত্রের খবর, ভোট পিছোচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার যে অনুরোধ রাজ্য সরকার করেছিল তা মান্যতা পায়নি। ভোট পিছোচ্ছে না বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফে। কমিশন জানিয়েছে যে, ভোট পিছোনো সম্ভব নয় কারণ তাদের হাতে বেশি সময় নেই ভোট করানোর। কেন সময় নেই তার ব্যাখ্যা দিতে গিয়ে তারা জানিয়েছে, আসন শূন্য হওয়ার ছ’মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই হিসেবে ১৮ এপ্রিল নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। তাই ১২ এপ্রিল ভোট হতে হবে। আসলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ভোটের তারিখ বদলানোর অনুরোধ করেছিল রাজ্য। এই মর্মে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। তারই উত্তর দিয়েছে নির্বাচন কমিশন।

মনে রাখা দরকার, আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দল বদল করার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় গত ৪ নভেম্বর প্রয়াত হত। তারপর থেকে সেই আসনও খালি রয়ে আছে। এখন মনে করা হচ্ছে, ভোট যখন পিছোচ্ছে না প্রায় নিশ্চিত, তাহল হয়তো ফের একবার বদল ঘটবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে। এর আগে একবার ইতিমধ্যে বদল করা হয়েছে পরীক্ষার সূচি।