ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

মাথাভাঙ্গা ডিসিআরসিতে গাড়ি না পেয়ে বিশৃঙ্খলা ভোট কর্মীদের মধ্যে। গাড়ির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।জানা যায় এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন পায়নি ভোট কর্মীরা, ফলে যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।