ভোগ আইওয়্যার-এর এক্সক্লুসিভ তাপসী পান্নু কালেকশন

ভোগ আইওয়্যার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেত্রী তাপসী পান্নুকে সঙ্গে নিয়ে একটি এক্সক্লুসিভ নতুন কালেকশন লঞ্চ করল। তিনটি সানগ্লাস ও দুটি অপটিক্যাল ফ্রেম সমন্বিত এই কালেকশন ‘বোল্ড সফিস্টিফিকেশন’ ও ‘মডার্ন এলিগ্যান্স’-এর এক নিখুঁত সংমিশ্রণ। তাপসীর প্রিয় প্রাণবন্ত ফিরোজা রঙ-সহ এই কালেকশনটি যে কোনও চেহারার সঙ্গে মানানসই হয়ে উঠবে। কালেকশনে রয়েছে বেশ বড় আকারের বাটারফ্লাই, ক্যাট আই ও রেট্রো ইরেগুলার, যেগুলির সঙ্গে আছে মেটাল নোজ ব্রিজ ও ডিবসড প্যাটার্ন। এই এক্সক্লুসিভ কালেকশন লঞ্চ প্রসঙ্গে তাপসী বলেন, কালেকশনের প্রতিটি পিস তাঁর পার্সোনাল স্টাইলের প্রতিচ্ছবি – সাহসী, আত্মবিশ্বাসী ও অনন্য।

গুয়াহাটিতে ফ্যাশন উত্সাহীরা এই ট্রেন্ডি রেঞ্জের ব্যাপারে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। যারা এই মরসুমে নিজের জন্য একটি ফ্রেশ ও ভাইব্র্যান্ট লুক খুঁজছেন তাদের কাছে এর আবেদন অনস্বীকার্য।৩,৯৯০ টাকা থেকে শুরু হওয়া কালেকশনটি নামী অপটিক্যাল স্টোর ও অনলাইনে পাওয়া যাবে। পার্সোনালাইজড ডিটেইল ও ১০০% ইউভি প্রোটেকশন-সহ এই রেঞ্জের কালেকশনটি ফ্যাশন-মুখী ক্রেতাদের স্টাইল ও কার্যকারিতা – উভয়ের প্রতিশ্রুতি-বাহক।