সহজেই মোবাইল কানেকশন পেতে ভি-এর ‘Vi Self-KYC’

Vi Self-KYC-এর মাধ্যমে নতুন মোবাইল কানেকশন পাওয়া এখন আরও সহজ, দ্রুত, নিরাপদ হয়ে উঠেছে। এই Vi Self-KYC পদ্ধতিটি চালু হওয়ায় যে সমস্ত গ্রাহকরা একটি নতুন প্রিপেইড বা পোস্টপেইড সিম নিতে চান তাঁদের আর এখন থেকে রিচার্জের রিটেল স্টোরে যেতে হবে না। ভি – এর এই নতুন Self-KYC-এর মাধ্যমেই তাঁরা প্রিপেইড বা পোস্টপেইড সিম পেয়ে যাবেন।

এই পদ্ধতির মাধ্যমে ভি – এর এই নতুন Vi Self-KYC সিস্টেমটি DoT বাধ্যতামূলক নির্দেশিকাগুলির উপর ভিত্তি করে গ্রাহকদের দোরগোড়ায় সিম বিতরণের অতিরিক্ত সুবিধার সাথে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় গ্রাহকদের একটি নতুন সিম / কানেকশন দিতে  পারবে।কলকাতা এবং কর্ণাটকের পরিষেবা এলাকায় সমস্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য এই Vi Self-KYC চালু করেছে ভি।

সিম কেনার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে, শীঘ্রই প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য পরিষেবাটি ধীরে ধীরে প্যান-ইন্ডিয়া স্তরে চালু করা হবে। উল্লেখ্য, Vi Self-KYC ব্যবহারকারীরা ঘরে বসেই অনলাইনে একটি নতুন সিম অর্ডার করতে পারবেন।ভি-এর সিওও অভিজিৎ কিশোর বলেন, ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখেই Vi Self-KYC চালু করা হয়েছে।